menu-iconlogo
huatong
huatong
avatar

Eka Achi To ki hoyeche

Khan Asifur Rahman Agunhuatong
freakychakrahuatong
Liedtext
Aufnahmen

একা আছি

তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো

হৃদয়ে আছো

আমারই জীবন

তোমারই এখন

একা আছি

তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো

হৃদয়ে আছো

আমারই জীবন

তোমারই এখন

একা আছি

তো কি হয়েছে

আজ আমারই স্বপ্ন

সত্যি যে হলো

............

আজ আমারই স্বপ্ন

সত্যি যে হলো

এ মনে

ও ও ও ও ও ও ও

এ প্রাণে..

গড়েছি স্বর্গ এই ভুবনে

এই তুমি আছো

হৃদয়ে আছো

আমারই জীবন

তোমারই এখন

একা আছি

তো কি হয়েছে

আর কভু খুলবে না

আমাদের বন্ধন

...........

আর কভু খুলবে না

আমাদের বন্ধন

তুফানে...

ও ও ও ও ও ও ও

মরণে..

করি না যে ভয় কভু দু’জনে

এই তুমি আছো

হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি তো কি হয়েছে

দিনরাত সারাবেলা

থাকবো লুকিয়ে

..................

দিনরাত সারাবেলা

থাকবো লুকিয়ে

নয়নে

ও ও ও ও ও ও ও

গোপনে

জড়িয়ে রবো মধু মিলনে

এই তুমি আছো

হৃদয়ে আছো

আমারই জীবন তোমারই এখন

একা আছি

তো কি হয়েছে

সবই তো আছে আমারই কাছে

এই তুমি আছো

হৃদয়ে আছো

Mehr von Khan Asifur Rahman Agun

Alle sehenlogo

Das könnte dir gefallen