menu-iconlogo
huatong
huatong
avatar

Jiboner Ayojon Hoy Seto Kicukhon

Konok Capahuatong
𝐒𝐤_𝐌𝐨𝐦𝐢𝐧_𝐀𝐁𝐒huatong
Liedtext
Aufnahmen
আ....আ...আ......

==========

জীবনের আয়োজন

হয় সেতো কিছুক্ষণ

যে টুকু সময় বাচঁবো না হয়

তুমি আছো মনে একজন

তুমি আছো মনে একজন

জীবনের আয়োজন

হয় সেতো কিছুক্ষণ

যে টুকু সময় বাচঁবো না হয়

তুমি আছো মনে একজন

তুমি আছো মনে একজন

‌‌=============

ঐ চাঁদ জোছনা করে যায় রচনা

রাতেরই বুকে কতো কবিতার ফুল

=============

তুমি এলে পায়ে পায়

হৃদয়ের আঙিনায়

ফোটে যেনো হাজার ও স্বপ্ন মুকুল

বিরহে যেমন সুখে ও তেমন

জীবনে আমার নেই কিছু আর

তুমি আছো মনে একজন

তুমি আছো মনে একজন

===========

রিমঝিম দূপুরে বৃষ্টির নূপুরে

চারিদিকে যেনো বাজে

শ্রাবনের গান

===========

কাছে দূরে তুমি নেই

তবুও খুঁজি তোমাকেই

কল্পনা স্রোতে ভাসে মন সম্পন

দখিনা বাতাস, ছুঁয়েছে আকাশ

পাতা ঝড়ে যায় ঘাসেরি মায়ায়

তুমি আছো মনে একজন

তুমি আছো মনে একজন

জীবনের আয়োজন

হয় সেতো কিছুক্ষণ

যেটুকু সময় বাচঁবো না হয়

তুমি আছো মনে একজন

তুমি আছো মনে একজন

জীবনের আয়োজন

হয় সেতো কিছুক্ষণ

যেটুকু সময় বাঁচবো না হয়

তুমি আছো মনে একজন

তুমি আছো মনে একজন

Mehr von Konok Capa

Alle sehenlogo

Das könnte dir gefallen