menu-iconlogo
logo

Boro Shad Jage

logo
Liedtext
বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি..

স্মৃতি..র জানালা খুলে চেয়ে থাকি..

স্মৃতি..র জানালা খুলে চেয়ে থাকি..

চোখ তুলে যতটুকু আলো আসে..

সে আলোয় মন ভরে যা..য়

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি..

বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

আমা..র এই অন্ধকারে

কত রাত কেটে গেলো

আমি আঁধারেই রয়ে গেলা..ম

আমা..র এই অন্ধকারে

কত রাত কেটে গেলো

আমি আঁধারেই রয়ে গেলা..ম

তবু ভোরে..র স্বপ্ন থেকে সেই ছবি..

ভোরে..র স্বপ্ন থেকে সেই ছবি..

যাই এঁকে রঙে রঙে সুরে সুরে..

ওরা যদি গান হয়ে যায়..

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি

বড় সাধ জাগে....

একবার তোমায় দেখি..

কতকাল দেখিনি তোমা..য়

একবার তোমায় দেখি..

Boro Shad Jage von Konok Chapa - Songtext & Covers