menu-iconlogo
huatong
huatong
avatar

Shantal Koreche Bhagwan

Krishnokoli Islamhuatong
quigstigerhuatong
Liedtext
Aufnahmen
সাঁওতাল করেছে ভগবান গো

আমায় সাঁওতাল করেছে ভগবান

মানুষ করেনি ভগবান গো

আমায় মানুষ করেনি ভগবান

সাঁওতাল করেছে ভগবান গো

আমায় সাঁওতাল করেছে ভগবান

মানুষ করেনি ভগবান গো

আমায় মানুষ করেনি ভগবান

আমি যদি master হতাম

কত ছেলহা পড়াইতাম

আমি যদি master হতাম

কত ছেলহা পড়াইতাম

কেউ একটুখানি ভুল করলে মুলে দিতাম কান গো

একটুখানি ভুল করলে মুলে দিতাম কান

সাঁওতাল করেছে ভগবান

সাঁওতাল করেছে ভগবান গো

আমায় মানুষ করেনি ভগবান

আমি যদি ডাক্তার হতাম

কত লোককে পুরহে দিতাম

আমি যদি ডাক্তার হতাম

কত লোককে পুরহে দিতাম

ওয় আবার পঁচিশ টাকা visit লিতাম

বাড়তো কতই মান গো

পঁচিশ টাকা visit লিতাম

বাড়তো কতই মান

সাঁওতাল করেছে ভগবান

আমায় সাঁওতাল করেছে ভগবান গো

আমায় মানুষ করেনি ভগবান

আমি যদি বাবু হতাম

মোটরগাড়ি চড়ে যেতাম

আমি যদি বাবু হতাম

মোটরগাড়ি চড়ে যেতাম

কেউ হাত পাতলে দুটু টাকা

করে দিতাম দান গো

হাত পাতলে দুটু টাকা

করে দিতাম দান

সাঁওতাল করেছে ভগবান

সাঁওতাল করেছে ভগবান গো

আমায় সাঁওতাল করেছে ভগবান

মানুষ করেনি ভগবান গো

আমায় মানুষ করেনি ভগবান

সাঁওতাল করেছে ভগবান

মানুষ করেনি ভগবান

সাঁওতাল করেছে ভগবান গো

সাঁওতাল করেছে ভগবান

সাঁওতাল করেছে ভগবান গো

সাঁওতাল করেছে ভগবান

Mehr von Krishnokoli Islam

Alle sehenlogo

Das könnte dir gefallen

Shantal Koreche Bhagwan von Krishnokoli Islam - Songtext & Covers