তোমরা একতারা বাজাইয়ো না 
দোতারা বাজাইয়ো না 
তোমরা একতারা বাজাইয়ো না 
ঢাক ঢোল বাজাইয়ো না । 
গীটার আর বংগ বাজাও রে 
ও তোমরা গীটার আর বংগ বাজাও রে 
একতারা বাজাইলে মনে পড়ে যায় । 
আমার একতারা বাজাইলে মনে পড়ে যায় 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
  আলতা পড়িও না , তোমরা শাড়ি পড়িও না 
আলতা পড়িও না , শাড়ি পড়িও না 
প্যান্ট আর ম্যাক্সি পড়রে 
তোমরা প্যান্ট আর ম্যাক্সি পড়রে 
আলতা শাড়ি পড়িলে মেন পড়ে যায়, 
আমার আলতা শাড়ি পড়িলে মেন পড়ে যায় 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
  সুপ্ত রাঁধিও না, তোমরা পায়েস রাঁধিও না 
সুপ্ত রাঁধিও না, পায়েস রাঁধিও না 
মোঘলায় আর চাইনিজ রাঁধরে 
ও তোমরা চাইনিজ আর মোঘলায় রাঁধরে 
সুপ্ত পায়েস রাঁধিলে মনে পড়ে যায় 
আমার সুপ্ত পায়েস রাঁধিলে মনে পড়ে যায় 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
  জারি গাইও না বাউল গাইও না 
তোমরা কিত্তন গাইও না বাউল গাইও না 
ডিসকো আর রক গাও রে 
তোমরা ডিসকো আর রক গাও রে 
কিত্তন বাউল গাইলে মনে পইরা যায় 
আমার কিত্তন বাউল গাইলে মনে পড়ে যায় 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে.. 
একদিন বাঙ্গালী ছিলাম রে..