আমার সোনার অঙ্গে ........
আমার সোনার অঙ্গে ফুল ফুটেছে
কেমনে একা রই,
আমি কেমনে একা রই
আমার সোনার অঙ্গে ফুল ফুটেছে
কেমনে একা রই,
আমি কেমনে একা রই
আমায় একটা রসিক বন্ধু
খুঁইজা দেনা সই
তোরা আইনা দেনা সই
তোরা আইনা দেনা সই!
চয়েজ ও লিরিক্স
দক্ষিণ হাওয়ায় নড়েচড়ে
গাছের ও পাতা
কার কাছে বলিবো আমার
মনের ও কথা গো
মনের ও কথা
হা দক্ষিণ হাওয়ায় নড়েচড়ে
গাছের ও পাতা
কার কাছে বলিবো আমার
মনের ও কথা গো
মনের ও কথা
বুকের বসন যায় রে উড়ে
কেমন করে রাখি ধরে
আমি হই বারে বারে
বে শরম হই!
আমায় একটা রসিক বন্ধু
খুঁইজা দেনা সই
তোরা আইনা দেনা সই
তোরা আইনা দেনা সই..ই.. ই!
এসো এসো তুমি আরো কাছে
কানে কানে কিছু বলার আছে
বলার আছে
আমার সোনার অঙ্গে ........
আমার সোনার অঙ্গে ফুল ফুটেছে
কেমনে একা রই,
আমি কেমনে একা রই
আমায় একটা রসিক বন্ধু
খুঁইজা দেনা সই
তোরা আইনা দেনা সই
তোরা আইনা দেনা সই!