menu-iconlogo
huatong
huatong
avatar

ওরে ও পাগলা Ore o pagla by রুনা লায়লা

L_ASHA_Lhuatong
❥⃟☞ͥ͟⋆ͣ͟⋆ͫ❥⃝🦋ASHA𝄟⃝huatong
Liedtext
Aufnahmen
গানের কথা -ওরে ও পাগলা

শিল্পী  - রুনা লায়লা

আপলোড -আশা

[Room no - 972722]

ওরে ও পাগলা

আরে ও পাগলা ..

ওরে ও পাগলা

যাইও না একলা

পাগলীরে সঙ্গে লইয়া যা

যা রে ........

পাগলীরে সঙ্গে লইয়া যা

প্রেমেরও  বৃন্দাবনে

যাবো রে দুইজনে

গলাতে পরিয়া চন্দনও মালা ~~

ওরে ও পাগলা

যাইও না একলা

পাগলীরে সঙ্গে লইয়া যা

যা রে ........

পাগলীরে সঙ্গে লইয়া যা

=======MUSIC ========

বুকেরও পিঞ্জিরাতে আছে মন

খুঁজলি না তারে তুই,

খুঁইজা দেখলি না ~

চোখের ও মণিতে আছে ভাব

ভাবের ও দরিয়াতে ডুইবা দেখলি না

কাছেতে আসিয়া ,পাশেতে বসিয়া

কাছেতে আসিয়া ,পাশেতে বসিয়া

মনেরও কথা কইয়া যা,

যা রে ~~

পাগলীরে সঙ্গে লইয়া যা

যা রে ........

পাগলীরে সঙ্গে লইয়া যা আ আ

=======MUSIC ========

রঙিলা ঘুড্ডি কিনে দেব রে

উড়াবি তারে এই দক্ষিণা হাওয়ায়

চিকন ও মোহন বাঁশি দেবরে

বাঁজাবি বসে ওই কদম্ব তলায়

বাঁশিটি শুনিয়া, মরমে মরিয়া

বাঁশিটি শুনিয়া, মরমে মরিয়া

আসিবো রাধা সাজিয়া

হায়রে ~~

পাগলীরে সঙ্গে লইয়া যা

যা রে ........

পাগলীরে সঙ্গে লইয়া যা

ওরে ও পাগলা

যাইও না একলা

পাগলীরে সঙ্গে লইয়া যা

যা রে ........

পাগলীরে সঙ্গে লইয়া যা

প্রেমেরও  বৃন্দাবনে

যাবো রে দুইজনে

গলাতে পরিয়া চন্দনও মালা ~~

ওরে ও পাগলা

যাইও না একলা

পাগলীরে সঙ্গে লইয়া যা

যা রে ........

পাগলীরে সঙ্গে লইয়া যা আ আ

? সাথেই থাকুন,পাশেই রাখুন ?

Mehr von L_ASHA_L

Alle sehenlogo

Das könnte dir gefallen