গান -পাঁচমিশালি প্যারোডি গান
শিল্পী -মনীর খান /রিজিয়া পারভীন
আপলোড
❤͜͡╼?⑅⃝➖ASHA☞?️?️?
Wait<><><><><><><><><><>
? ওরে পান্জাবীওয়ালা
আমার এই বুকে জ্বালা
সইতে আর পারি না........
তোরে দেখলে প্রানে বাঁচি না
তোরে দেখলে প্রানে বাঁচি না
?? ওরে ও মধুবালা
? আহা
?? বাড়াইস না বুকে জ্বালা
? ওহো
??সইতে আর পারি না
তোরে দেখলে প্রানে বাঁচি না
তোরে দেখলে প্রানে বাঁচি না
======Wait=====
??ফরে ন অহন বলি
তোয়ারে ছাড়া বুকটা খালি
আউগ্গাইয়া আসো
একটু ভালোবাসো
একটা ফাও কবরে গেছে
আমি উষ্ঠা খাবো
জ্ঞান হারাবো
বইয়া বইয়া কানবি হ্যাসে
?ফরে ন অহন বলি
ফাল পারিস ক্যান খালি খালি
হইছোস বুইড়া
তুই এমোনি কুইড়া
করবি কি আমারে লইয়া
তুই উষ্ঠা খাবি
জ্ঞান হারাবি
দেখমু আমি বইয়া বইয়া।
=======Wait========
??ওরে বুকটা আমার
কাইট্টা ছিল্লা লবণ লাগাইছো
কাছে আইসা চামে চামে
কাবাব বানাইছো
?হে ...বুকটা তোমার
কাইট্টা ছিল্লা লবন লাগাইছি
কাছে আইসা চামে চামে
কাবাব বানাইছি!
??দিলি এমন ছ্যাকা
হইয়া গেছি ব্যাকা
তোরে ছাড়া কাটামু দিন
কেমনে একা একা
?খাইয়া এমন ছ্যাকা
হইয়া গেছোত ব্যাকা
আমায় ছাড়া পারবি না তুই
থাকতে একা একা
??ওরে বুকটা আমার
কাইট্টা ছিল্লা লবণ লাগাইছো
কাছে আইসা চামে চামে
কাবাব বানাইছো
?বুকটা তোমার
কাইট্টা ছিল্লা লবন লাগাইছি
কাছে আইসা চামে চামে
কাবাব বানাইছি!
========Wait=======
??কি বড়ি খাওয়াইলি
হাতে হারিকেন ধরাইলি
খালি চোহে দেহি সইরশ্যা ফুল
তুই হুনছোনি
খালি চোহে দেহি সইরশ্যা ফুল
?কি তাবিজ পরাইলা
বুকে জ্বালা ধরাইলা
সাদা হইয়া গেলো কালা চুল
ও হুনছোনি
সাদা হইয়া গেলো কালা ...চুল
??এমনও বয়সে
মনেরও হরষে
========<>=======
আরে...এমনও বয়সে
মনেরও হরষে
তোরও পিরিতে মইজা
হইছিরে ব্যাকুল
?কি তাবিজ ফরাইলা
বুকে জ্বালা ধরাইলা
সাদা হইয়া গেলো কালা চুল
ও হুনছোনি
সাদা হইয়া গেলো কালা... চুল
=========Wait========
?তওবা ...তওবা... তওবা
তওবা ...তওবা...তওবা
[=∞∞=======<>=======∞∞=]
??এই মনে চায় তোরে
কইলজায় গাঁথি
সিনার লগে তোরে
বাইন্ধা রাহি
তোরে না পাইলে আমার
প্রেসটিজ পাম্চার
তোর সাথে ঘইট্টা গেছে
মনের কারবার
আরে ...তোর সাথে ঘইট্টা গেছে
মনের কারবার
?এই মনে চায় তোরে
বোরখা বানাই
দিবানিশি তোরে
গায়ে জড়াই
তুই আমার চোখে যেন
পয়লা নাম্বার
তোর সাথে হইয়া গেছে
প্রেমের কারবার
??আরে...তোর সাথে ঘইট্টা গেছে
মনের কারবার
?আরে...তোর সাথে হইয়া গেছে
প্রেমের কারবার......
??The End ??