menu-iconlogo
huatong
huatong
avatar

আমার বন্ধুর মন ভালানা

Laila/Upload by HM HUSSAINhuatong
❤⃝♓Ⓜ️🔹𝗛𝗨𝗦𝗦🅰️𝗜𝗡❤⃝𝗚𝗕𝗢huatong
Liedtext
Aufnahmen
নিদয়ারে বাইসা ভালো...ওওও....

নিদয়ারে বাইসা ভালো...ওওও....

নিদয়ারে বাইসা ভালো

অন্তর পুইড়া কালা...

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা.

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা......

উজার কইরা জীবন যৌবন

সব সপিলাম যারে...এ..

সর্বোষ বিলাইয়া দিলাম

সেই তাহারি তরে গো

সেই তাহারি তরে..

উজার কইরা জীবন যৌবন

সব সপিলাম যারে

সর্বোষ বিলাইয়া দিলাম

সেই তাহারি তরে গো

সেই তাহারি তরে...

সে আমারে পর করিলো........

সে আমারে পর করিলো

বুকে দিয়া জ্বালা...

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা.......

আমার চোখে দেখি তারে

সাত রাজার ও ধন....

তার চোখেতে আমি নাকি

বিষের ও মতন গো..

বিষের ও মতন

হায়রে আমার চোখে দেখি তারে

সাত রাজার ও ধন....

তার চোখতে আমি নাকি

বিষের ও মতন গো..

বিষের ও মতন

প্রেমও ফাঁশি দিয়া মোরে......

প্রেমও ফাঁশি দিয়া মোরে

অন্যেরে দেয় মালা...

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা

আমার বন্ধুর মন ভালানা

আমার আমার করি যারে

সে তো আমার না...ই

তার বুকেতে হইয়া গেছে

পর মানুষের ঠাই গো

পর মানুষের ঠাই.....

হায়রে আমার আমার করি যারে

সে তো আমার না...ই

তার বুকেতে হইয়া গেছে

পর মানুষের ঠাই গো

পর মানুষের ঠাই...

সামরানে কয় শেচবো কত....ও..

সামরানে কয় শেচবো কত

দুখের নদী নালা.. .

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই ভালা

আমার বন্ধুর মন ভালানা

চেহারাটাই....... ভালা......

Mehr von Laila/Upload by HM HUSSAIN

Alle sehenlogo

Das könnte dir gefallen