menu-iconlogo
huatong
huatong
lalon-band-jahid-track-ek-cokhe-hason-kande-by-lalon-band-cover-image

Jahid Track-ek cokhe hason kande BY Lalon Band

Lalon Bandhuatong
🎵ᒎᗩᕼᎥᗪ🎶ᗰᑌᔕᎥᑕ🎙️huatong
Liedtext
Aufnahmen
শিরোনাম:এক চোখে হাসন

শিল্পী :লালন

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন

গুরু তোমার বিরহের জলে

আমার বুকের আগুন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন

এক পথে তোর জগত জোড়া

সুখের ই আলো

আরেকটা পথ নাইরে চেনা

আঁধারের কালো

এক পথে তোর জগত জোড়া

সুখেরই আলো

আরেকটা পথ নাইরে চেনা

আঁধারে কালো

আমি জানি গুরু তুমি

আছো সেই না পথে

আমি জানি গুরু তুমি

আছো সেই না পথে

আমি পাগল সব ছেড়েছি

তোমায় ভালবেসে আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন

হাসনের মাটির পিঞ্জিরায়

কান্দে আমার মন

লালন বলে ভোলা মনরে

সঁপে দে এখন

হাসনের মাটির পিঞ্জিরায়

কান্দে আমার মন

লালন বলে ভোলা মনরে

সপে দে এখন

আমার হৃদয় দিলাম গুরু

তোমার চরণ তলে

আমার হৃদয় দিলাম গুরু

তোমার চরণ তলে

তুমি আমায় গ্রহণ কর

শুদ্ধ কর মোরে আমার

এক চোখেতে হাসান কান্দে

আরেক চোখে লালন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন

গুরু তোমার বিরহের জলে

আমার চোখের আগুন

আমার এক চোখেতে

হাসন কান্দে

আরেক চোখে লালন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন আমার

এক চোখেতে হাসন কান্দে

আরেক চোখে লালন

+++Thanks For Listening+++

Mehr von Lalon Band

Alle sehenlogo

Das könnte dir gefallen