menu-iconlogo
huatong
huatong
avatar

Chader gaye chad legese

Lalon Geetihuatong
mustangman330huatong
Liedtext
Aufnahmen
চাঁদের গায় চাঁদ লেগেছে

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আবার,ঝিয়ের পেটে মায়ের জন্ম,

ঝিয়ের পেটে মায়ের জন্ম,

তারে তোমরা বলবে কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,..

ছয় মাসের এক কন্যা ছিল,..

নয় মাসে তার গর্ভ হলো গো..

ছয় মাসের এক কন্যা ছিল,

নয় মাসে তার গর্ভ হলো গো..

আবার,এগার মাসে তিনটি সন্তান,

এগার মাসে তিনটি সন্তান,

কোনটা কোরবে ফকিরি।..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে।…

ঘর আছে তার দুয়ার নাই,

লোক আছে তার বাক্য নাই গো,

হায় হায়,লোক আছে তার বাক্য নাই গো।

আবার কে বা তাহার আহার যোগায়,

কে তাহার আহার যোগায়,

কে দেয় সন্ধ্যাবাতি..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে।..

ফকির লালন ভেবে বলে,…

ছেলে মরে মাকে ছলে গো,

হায় হায়,ছেলে মরে মাকে ছুলে গো।

আবার এই কয় কথার অর্থ নইলে,

এই কয় কথার অর্থ নইলে

তার হবেনা ফকিরি।..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে,

আমরা ভেবে করব কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে..

আবার ঝিয়ের পেটে মায়ের জন্ম,

ঝিয়ের পেটে মায়ের জন্ম

তাদের তোমরা বলবে কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে

আমরা ভেবে করবো কি?..

চাঁদের গায়ে চাঁদ লেগেছে..

Mehr von Lalon Geeti

Alle sehenlogo

Das könnte dir gefallen