menu-iconlogo
huatong
huatong
avatar

লাগে উরা ধুরা<<<>>>Lage Ura Dhura..

<>আফরিন<>huatong
☞𓅓🩵𝒜𝐹𝑅𝐼𝒩🩵𓅓⚔️🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
Liedtext
Aufnahmen
লাগে উরা ধুরা

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা......

আপলোডেড বাই আফরিন...

ছেলেঃসজনী সজনী, তোমারে দেখিয়া্‌,

মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া,

সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া

নাচো ও সখি তোমারে দেখি পরাণও ভরিয়া।

আগুন দেও লাগাইয়া মনেরই ঠিকানায়

মামলা হইলে পরে দেইখা নিবো থানায়,

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া।

মেয়েঃসখা গো ..

প্রেমে মোরে দিয়োনা ধরা,

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুড়া গুড়া।

ছেলেঃতুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা,

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা।

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

পুরা মাথা ঘুরায় গো,

লাগে উরা ধুরা,,...

<<<<<>>>>

লাগে উরা ধুরা ঢেউ খেলানো চুলে

লাগে-উরা ধুরা ঝুমকা কানের দুলে,

লাগে আউলা-ঝাউলা রূপ দেইখা তোমারি,

তুমি চাইলে তোমায় কিইনা দিমু

লাল ফেরারি গাড়ি।

রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া

ভাঙে ঘুম সকালে দিকবিদিক হারাইয়া,

রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা

দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া।

মেয়েঃসখা গো ..

প্রেমে মোরে দিয়োনা ধরা,

ধরা দিলে তোমার মন ভাইঙ্গা হবে গুড়া গুড়া।

ছেলেঃতুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা,

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা।

তোমারে যে দেখলে পরে

তোমারে যে দেখলে পরে

পুরা মাথা ঘুরায় গো,

লাগে উরা ধুরা।

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা ..

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

মাইয়া গো

মাইয়া গো

লাগে উরা ধুরা

লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো

লাগে উরা ধুরা

Mehr von <>আফরিন<>

Alle sehenlogo

Das könnte dir gefallen