menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Deko Na

Lucky Akhandhuatong
mllj58huatong
Liedtext
Aufnahmen
আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।

আমায় ডেকো না.

বিবাগী এ মন নিয়ে.. জন্ম আমার

বিবাগী এ মন নিয়ে.. জন্ম আমার

যায় না বাঁধা আমাকে

কোন পিছু টানের মায়ায়

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।।

আমায় ডেকো না

শেষ হোক এই খেলা.. এবারের মতন

শেষ হোক এই খেলা.. এবারের মতন

মিনতি করি আমাকে হাসিমুখে বিদায় জানাও

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।

আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না

।আমায় ডেকো না.. ফেরানো যাবে না

ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।

।আমায় ডেকো না.

Mehr von Lucky Akhand

Alle sehenlogo

Das könnte dir gefallen

Amay Deko Na von Lucky Akhand - Songtext & Covers