menu-iconlogo
huatong
huatong
lucky-akhand-ei-nil-monihar-cover-image

Ei Nil Monihar

Lucky Akhandhuatong
samanthabrandi12345huatong
Liedtext
Aufnahmen
এই নীল মনিহার

এই স্বর্নালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো

এই নীল মনিহার

এই স্বর্নালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো

দ্বীপজ্বালা রাত জানি আসবে আবার

কেটে যাবে জীবনের সকল আঁধার

দ্বীপজ্বালা রাত জানি আসবে আবার

কেটে যাবে জীবনের সকল আঁধার

স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে

শুধু আমায় ডেকো

শুধু আমায় ডেকো

স্মরণের জানালায় দাঁড়িয়ে থেকে

শুধু আমায় ডেকো

শুধু আমায় ডেকো

সন্ধানী মন কত ছন্দে মগন

ফিরে পাবো বুঝি সেই গানের লগন

সন্ধানী মন কত ছন্দে মগন

ফিরে পাবো বুঝি সেই গানের লগন

নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে

পথ চেয়ে থেকো

পথ চেয়ে থেকো

নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে

পথ চেয়ে থেকো

পথ চেয়ে থেকো

এই নীল মনিহার

এই স্বর্নালী দিনে

তোমায় দিয়ে গেলাম

শুধু মনে রেখো

Mehr von Lucky Akhand

Alle sehenlogo

Das könnte dir gefallen