আগুনের রং তুমি চেনাবে কী
বা পাশে আগুন রেখে
আগুনেই বেড়ে উঠেছি বন্ধু
শরীরে সে রং মেখে
আগুনের রং তুমি চেনাবে কী
বা পাশে আগুন রেখে
আগুনেই বেড়ে উঠেছি বন্ধু
শরীরে সে রং মেখে
তুমি কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
আগুনের সাথে মিলেমিশে চলি
আগুনের সাথে থামি
আগুনের সাথে ভেজার বাসনা
জলেতে দু'জন নামি
আগুনের সাথে মিলেমিশে চলি
আগুনের সাথে থামি
আগুনের সাথে ভেজার বাসনা
জলেতে দু'জন নামি
আগুনের জল সে কি টলমল
আগুনের জল সে কি টলমল
ঢেউয়ের চন্দ্রপক্ষ
ঢেউয়ের চন্দ্রপক্ষ
কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
আগুনের কণা, বিবাগী জোছনা
বাতাসে বাতাসে উড়ি
পেছনের ফ্রেমে দেশলাই বুক
সঞ্জীব চৌধুরী
আগুনের কণা, বিবাগী জোছনা
বাতাসে বাতাসে উড়ি
পেছনের ফ্রেমে দেশলাই বুক
সঞ্জীব চৌধুরী
তাঁর কি যে গুণ, তিনিই আগুন
তাঁর কি যে গুণ, তিনিই আগুন
সূর্যের সমকক্ষ
সূর্যের সমকক্ষ
কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
আগুনের রং তুমি চেনাবে কী
বা পাশে আগুন রেখে
আগুনেই বেড়ে উঠেছি বন্ধু
শরীরে সে রং মেখে
আগুনের রং তুমি চেনাবে কী
বা পাশে আগুন রেখে
আগুনেই বেড়ে উঠেছি বন্ধু
শরীরে সে রং মেখে
তুমি কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য
কখনো করোনি লক্ষ্য
আগুনেই হয় সন্ধি আমার
আগুনের সাথে সখ্য