menu-iconlogo
huatong
huatong
mahtim-shakibatiya-anisha-adore-adore-sajano-cover-image

Adore Adore Sajano

Mahtim Shakib/Atiya Anishahuatong
ricky_hyneshuatong
Liedtext
Aufnahmen
হৃদয়-মাঝে তোমার ছবি

ভালোবাসার ফ্রেমে বাঁধানো

নিখুঁত প্রেমের আলতো ছোঁয়ায়

আদরে আদরে সাজানো

কী করে বোঝাই বলো

কতটা বাসি ভালো

বুকের ঘরে তোমাকে বসানো

আদরে আদরে সাজানো

আদরে আদরে সাজানো

আদরে আদরে সাজানো

আমি তোমার পিপাসায়

বেঁচেও যেন মরে যাই

তবু পাই না তোমায় দেখতে

পারি না তোমায় বোঝাতে

কী করে বোঝাই বলো

কতটা বাসি ভালো

বুকের ঘরে তোমাকে বসানো

আদরে আদরে সাজানো

আদরে আদরে সাজানো

আদরে আদরে সাজানো

তোমার প্রিয় নাম ধরে

তোমায় ডেকে যাই সারাক্ষণ

ভালোবাসি, ভালোবাসি

নয় তা উপচে ফেলার মতন

কী করে বোঝাই বলো

কতটা বাসি ভালো

বুকের ঘরে তোমাকে বসানো

আদরে আদরে সাজানো

Mehr von Mahtim Shakib/Atiya Anisha

Alle sehenlogo

Das könnte dir gefallen