menu-iconlogo
huatong
huatong
mahtim-shakib-ekhon-to-somoy-cover-image

Ekhon to somoy

Mahtim Shakibhuatong
kerpiili1huatong
Liedtext
Aufnahmen
এখন তো সময় ভালোবাসার

Cover Song

এখন তো সময় ভালোবাসার

এ দুটি হৃদয় কাছে আসার

তুমি যে একা আমিও যে একা

লাগে যে ভালো

ও প্রিয়....ও প্রিয়

MUSIC

পেয়েছি তোমাকে এতদিনে

যেও না সরে গো অভিমানে

হো...ও পেয়েছি তোমাকে এতদিনে

যেও না সরে গো অভিমানে

আমি তোমারি ও বুকে নাও টেনে

ও এখন তো সময় ভালোবাসার

এ দুটি হৃদয় কাছে আসার

তুমি যে একা আমিও যে একা

লাগে যে ভালো

ও প্রিয়....ও প্রিয়

MUSIC

কী ছোঁয়া আমাকে দিলে তুমি

রাত দিন তোমাকে ভাবি আমি

হো...ও কী ছোঁয়া আমাকে দিলে তুমি

রাত দিন তোমাকে ভাবি আমি

কেন বোঝ না প্রেমেরও পাগলামী

হো এখন তো সময় ভালোবাসার

এ দুটি হৃদয় কাছে আসার

তুমি যে একা আমিও যে একা

লাগে যে ভালো

ও প্রিয়....ও প্রিয়

ও প্রিয়....ও প্রিয়

...সমাপ্ত...

Mehr von Mahtim Shakib

Alle sehenlogo

Das könnte dir gefallen