menu-iconlogo
huatong
huatong
avatar

mana tomake bhalobeseche

Mannanhuatong
꧁𝙁𝙊𝙍𝙃𝘼𝘿༄❤🅣︎🅞︎🅗︎❤️.huatong
Liedtext
Aufnahmen
[F]মন তোমাকে ভালোবেসেছে,

মন তোমাকে ভালোবেসেছে...

এসেছি তোমারি কাছে,

বলো আর কে আছে,

হৃদয়ের আয়নাতে..

[M]মন তোমাকে ভালোবেসেছে,

মন তোমাকে ভালোবেসেছে...

এসেছে তোমারি কাছে,

বলো আর কে আছে,

হৃদয়ের আয়নাতে.....

[F]এ দু'টি চোখে....দু'টি চোখ রাখো,

এ হৃদয়ে'রি...কাছে আরো থাকো

এ দু'টি চোখে....দু'টি চোখ রাখো

এ হৃদয়ে'রি...কাছে আরো থাকো

[M]ও হো কান পেতে,বুকের মাঝে,

শুনে দেখো,সকাল সাঝে,

তোমার নাম শুধু বাজে

[F]মন তোমাকে,ভালোবেসেছে,

মন তোমাকে,ভালোবেসেছে...

এসেছি তোমারি কাছে,

বলো আর কে আছে,

হৃদয়ের আয়নাতে.এ,এ

[M]সবি হারা'তে...পারি দুনিয়া'য়

পার'বো নাকো...হারা'তে তোমায়

সবি হারা'তে...পারি দুনিয়া'য়

পার'বো নাকো...হারা'তে তোমায়

[F]ও ও দিন রাতে,দেখা দিও,

তোমায় ছাড়া,দেখে নিও,

যাবো মরে.. ও প্রিয়..

[M]মন তোমাকে,ভালোবেসেছে

মন তোমাকে,ভালোবেসেছে...

এসেছে তোমারি কাছে,

বলো আর কে আছে,

হৃদয়ের আয়না'তে.

[F]মন তোমাকে,ভালোবেসেছে,

মন তোমাকে,ভালোবেসেছে...

এসেছি তোমারি কাছে,

বলো আর কে আছে,

হৃদয়ের আয়না'তে ....

Mehr von Mannan

Alle sehenlogo

Das könnte dir gefallen