menu-iconlogo
huatong
huatong
avatar

Bagichaay Bulbuli

Manomay Bhattacharyahuatong
ryan12596huatong
Liedtext
Aufnahmen
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল

আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন

আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মোমাছি বিভোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজই দোল

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি', আসবে বাহিরে

কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি', আসবে বাহিরে

শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে...

ফাগুনের মুকুল-জাগা দু'কূল ভাঙা আসবে ফুলেল বান

ফাগুনের মুকুল-জাগা দু'কূল ভাঙা আসবে ফুলেল বান

কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে...

কবি তুই গন্ধে ভুলে' ডুবলি জলে কূল পেলিনে আর

ফুলে তোর বুক ভ'রেছিস আজকে জলে ভররে আঁখির কোল

ফুলে তোর বুক ভ'রেছিস আজকে জলে ভররে আঁখির কোল

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল

Mehr von Manomay Bhattacharya

Alle sehenlogo

Das könnte dir gefallen