menu-iconlogo
huatong
huatong
avatar

Likhono Tomar Dhulay Hoyechhe Dhuli

Manomay Bhattacharyahuatong
reyna_pintohuatong
Liedtext
Aufnahmen
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি

লিখন তোমার

চৈত্ররজনী আজ বসে আছি একা

পুন বুঝি দিল দেখা

বনে বনে তব লেখনীলীলার রেখা

নবকিশলয়ে গো কোন ভুলে এল ভুলি

তোমার পুরানো আখরগুলি

নবকিশলয়ে গো কোন ভুলে এল ভুলি

তোমার পুরানো আখরগুলি

লিখন তোমার

মল্লিকা আজি কাননে কাননে কত

সৌরভে-ভরা তোমারি নামের মতো

মল্লিকা আজি কাননে কাননে কত

সৌরভে-ভরা তোমারি নামের মতো

কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী

মনে দিল আজি আনি

বিরহের কোন ব্যথাভরা লিপিখানি

মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি

তোমার পুরানো আখরগুলি

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি

লিখন তোমার

Mehr von Manomay Bhattacharya

Alle sehenlogo

Das könnte dir gefallen