menu-iconlogo
huatong
huatong
avatar

Ektus Khani Dekho-Sabina Yasmin

MD.Anisulhuatong
༺᪣.🅐🅝🅘🅢🅤🅛᪣༻🇧🇩☞🅢🅢🅐☜♡huatong
Liedtext
Aufnahmen
একটুস খানি দেখ, একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

একটুস খানি দেখ, একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

সপ্তসুর সঙ্গীত একাডেমী

আঁচল পাইতা আসন দিয়া কমু যে কত কথা

আমি যে তোমার আসমানের চাঁদ, তুমি যে প্রেমলতা

ও মন রসিয়া ও

ফুলের যেমন গন্ধ থাকে, নদীর যেমন পানি

চখার যেমন চখি, ওগো তেমনি তোমার আমি

সইন্ধ্যা-সকাল চিরটাকাল আমার হইয়া থাকো

একটুস খানি দেখ, একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

সপ্তসুর সঙ্গীত একাডেমী

তোমার হাতে তুমি কবে নোলক পরাইয়া দিবা

হাছা-ই কও তোমার জীবন-সাথিনী কইরা নিবা

ও মোর দরদী ও

সাগরেতে মুক্তা যেমন, পাখির যেমন বাসা

তুমি আমার পরানের ধন, তুমি আমার আশা

মায়ার বাঁধন ছিঁড়ারে পঙ্খি উড়াল দিয়ো নাকো

একটুস খানি দেখো, একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

একটুস খানি দেখো, একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

একটুস খানি দেখো, একখান কথা রাখো

ভালোবাইসা একবার তুমি

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

"বউ" কইয়া ডাকো, "বউ" কইয়া ডাকো

সপ্তসুর সঙ্গীত একাডেমী

Mehr von MD.Anisul

Alle sehenlogo

Das könnte dir gefallen