menu-iconlogo
huatong
huatong
avatar

MeGh95_ PAGLA GHURI-GHURI-পাগলা ঘুড়ি

MeGh95_/Tahsanhuatong
🌧️_MeGh95_🌧️huatong
Liedtext
Aufnahmen

MeGh95_

রোদের সাথে লুকোচুরি

পাগলা ঘুড়ি, হাওয়ায় উড়ি

এমনি নাকি হয় শুনেছি

ভালোবাসলে পরে।

তোমার হাসিতে সুখ খুঁজে পাই

তোমার মাঝে হারাই,

এমনি ভাবে আজ বুঝেছি

ভালবাসি,, তোমায়,,,,,

তোমায়, তোমায় তোমায়।

MeGh95_

অবাক আমি চোখ বুজি

মেঘের ফাঁকে স্বর্গ খুঁজি,

এমনি করে আজ মেতেছি

ভালোবাসার তরে।

তোমার হাসিতে সুখ খুঁজে পাই

তোমার মাঝে হারাই,

এমনি ভাবে আজ বুঝেছি ভালবাসি

তোমার হাসিতে সুখ খুঁজে পাই

তোমার মাঝে হারাই,

এমনি ভাবে আজ বুঝেছি

ভালবাসি তোমায়,,,,,

তোমায়, তোমায় তোমায়।

রারারা রারা,রারারা রারা রারারা রারা রারা

রারা রারা রা আ,,,,আ,,,

..thank you..

Mehr von MeGh95_/Tahsan

Alle sehenlogo

Das könnte dir gefallen