menu-iconlogo
huatong
huatong
avatar

roder fota

Meghdolhuatong
angu1llahuatong
Liedtext
Aufnahmen
শূন্যতায় ভেসে গেছে

শহরের সব পথঘাট

ফিরবে না গতকাল জানি

ফিরবে না আগামীকাল

তবু চাইছি তোমাকে

তুলে নিতে অঞ্জলিতে

রোদের ফোঁটা

শোনো কবি, শোনো কবিতা

ভাঙো দীর্ঘ মূর্ছনা

শোনো কবি, শোনো কবিতা

ভাঙো দীর্ঘ মূর্ছনা

রাখো এইখানে হাতটুকু

তবু চলে যেতে বলো না

শূন্যতায় ঢেকে গেছে

শহরের বাকি ইতিহাস

ফিরবো না তুমি আর আমি

ফিরবো না হয়তো আবার

তবু চাইছি তোমাকে

তুলে নিতে অঞ্জলিতে

রোদের ফোঁটা

শূন্যতার শোকসভা

শূন্যতার যত গান

দিলাম তোমার মুকুটে

আমার যত অভিমান

শূন্যতার শোকসভা

শূন্যতার যত গান

দিলাম তোমার মুকুটে

আমার যত অভিমান

শূন্যতায় ডুবে গেছে

শহরের সব পথঘাট

ফিরবে না গতকাল জানি

ফিরবে না আগামীকাল

তবু চাইছি তোমাকেই

তুলে নিতে অঞ্জলিতে

রোদের ফোঁটা

Mehr von Meghdol

Alle sehenlogo

Das könnte dir gefallen