menu-iconlogo
huatong
huatong
avatar

Nila Tumi ki নীলা তুমি কি

Mileshuatong
latipalatipahuatong
Liedtext
Aufnahmen
শিল্পীঃ মাইলস (ব্যান্ড)

অ্যালবামঃ প্রতিশ্রুতি

NhNazim

তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকেই শুধু চায়

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোয়ায়

তোমাকে কাছে চায়

ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

ফুলের মত

সৌরভে ভরিয়ে দিয়ে

তোমায় আমি ভালোবেসে

আরো কাছে পেতে চাই

দুরন্ত প্রেম

ঝর্না ধারারই মত

ছুটে চলে অবিরত

তোমার ঠিকানায়

ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে

ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম

মিলে মিশে এক হয়

ঐ সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারি আশায়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

নীলা তুমি কি চাও না

হারাতে ঐ নিলীমায়

যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়

নীলা তুমি কি জানো না

আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

Join Our Fb Group BD Community

Mehr von Miles

Alle sehenlogo

Das könnte dir gefallen