menu-iconlogo
huatong
huatong
avatar

Eka Din

Minar Rahmanhuatong
befmclerrahuatong
Liedtext
Aufnahmen
একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

তোর নাম না জানা অভিমানে

কত দূরে ভাসা যায়

আমি চাইছি তবু পারছি না তো

থামাতে আমায়

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

যতবার,

আমি তোর ভাষাতে বলছি কথা

ততবার

তুই ভাবলি বুঝি তা আলাদা,

যতবার

আমি তোর ভাষাতে বলছি কথা

ততবার

তুই ভাবলি বুঝি তা আলাদা

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

জানি না,

তোর ঘুম আসে কি রাত্রি হলে

আমিও

সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে,

জানি না

তোর ঘুম আসে কি রাত্রি হলে

আমিও

সেই প্রশ্ন হয়ে থাকছি জ্বলে

ও ও...

তোর নাম না জানা অভিমানে

কত দূরে ভাসা যায়

আমি চাইছি তবু পারছি না তো

থামাতে আমায়

একা দিন, ফাঁকা রাত

নিভেছে আলো

তুই নেই, কেউ নেই

লাগছে না ভালো

তোর নাম না জানা অভিমানে

কতদূের ভাষা যায়

আমি চাইছি তবু পারছি না তো

থামাতে আমায়

Mehr von Minar Rahman

Alle sehenlogo

Das könnte dir gefallen