menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Chaile Bristy

Minar Rahmanhuatong
mortdog19huatong
Liedtext
Aufnahmen
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী

অপেক্ষা সুদূর বর্ষনের,

মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান

বৃষ্টি তোমার আহবান।।

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী

অপেক্ষা সুদূর বর্ষনের,

মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান

বৃষ্টি তোমার আহবান।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা,

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা,

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

ছন্নছাড়া..

ছন্নছাড়া

ছন্নছাড়া..

ছন্নছাড়া

ছন্নছাড়া.. আ... আ.আ.আ...

লা.. লা.. লা..

লা.. লা.. লা..

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে

আকাশটা ঘিরে প্রার্থনা,

চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে

জানিও তোমার অভ্যর্থনা।।

তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে

আকাশটা ঘিরে প্রার্থনা,

চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে

জানিও তোমার অভ্যর্থনা।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা,

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি

তাইতো আমি বসে একা,

ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি

ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।

ছন্নছাড়া..

ছন্নছাড়া

ছন্নছাড়া..

ছন্নছাড়া

ছন্নছাড়া.. আ... আ.আ.আ...

লা.. লা.. লা..

লা.. লা.. লা..

Mehr von Minar Rahman

Alle sehenlogo

Das könnte dir gefallen

Tumi Chaile Bristy von Minar Rahman - Songtext & Covers