menu-iconlogo
huatong
huatong
mitali-mukharjeebadshah-bulbul-koto-valobashi-tomay-bojhabo-ki-kore-cover-image

Koto Valobashi Tomay Bojhabo Ki Kore

Mitali Mukharjee/Badshah Bulbulhuatong
MDSALAM_star98835337huatong
Liedtext
Aufnahmen
UPLOAD MD SALAM

কত ভালোবাসি তোমায়,

বোঝাবো কি করে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

শুধু জানি তুমি ছাড়া

যাবো অlমি মরে,যাবো অlমি মরে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

শুধু জানি তুমি ছাড়া

যাবো অlমি মরে,যাবো অlমি মরে

UPLOAD MD SALAM

গাছের'ই প্রাণ মাটি যেমন

অlমার'ই প্রাণ তুমি

তোমার লাগি পৃথিবীতে

জনম নিলাম অlমি

==========

হো..ঝড় তুফানে যেমন কইরা

গাছের পাতা ঝরে

থাকলে দূরে বন্ধু তুমি চোখের পানি পরে

দিবানিশি তোমার বসত

অlমার'ই অন্তরে

দিবানিশি তোমার বসত

অlমার'ই অন্তরে

শুধু জানি তুমি ছাড়া

যাবো অlমি মরে,যাবো অlমি মরে

UPLOAD MD SALAM

যেমন কইরা পৃথিবীতে

সূর্যটা দেয় অlলো

চির'জীবন তেমন কইরা

বাসবো অlমি ভালো

=========

নদী যেমন বুকের ভিতর

জল ধইরা রাখে

তেমন কইরা রাখছি বন্ধু

তোমায় অlমার বুকে

দিবানিশি তোমার বসত

অlমার'ই অন্তরে

দিবানিশি তোমার বসত

অlমার'ই অন্তরে

শুধু জানি তুমি ছাড়া

যাবো অlমি মরে,যাবো অlমি মরে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

শুধু জানি তুমি ছাড়া

যাবো অlমি মরে,যাবো অlমি মরে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

কত ভালোবাসি তোমায়

বোঝাবো কি করে

শুধু জানি তুমি ছাড়া

যাবো অlমি মরে,যাবো অlমি মরে

UPLOAD MD SALAM

Mehr von Mitali Mukharjee/Badshah Bulbul

Alle sehenlogo

Das könnte dir gefallen