menu-iconlogo
huatong
huatong
avatar

Ekjone By Habib Wahid

Mohasin Rezahuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Liedtext
Aufnahmen
Title: Ekjone

Singer: Habib Wahid

Upload By: Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ

@Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓ

তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু

তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু

একজনে আছে এই দুনিয়ায়

যাকে নিয়ে স্বপ্ন সাজাই

রেখেছি তাকে মনের আঙিনায়

তাকে নিয়ে ছন্দ গোছাই

সে আছে অনেক দূরে …তবু

অনেক কাছে বলে মনে হয়

তার মনের প্রেম নিয়ে… গল্প

লিখি পায়ে রূপকথার পরিচয়

তার মত শোভন এই দুনিয়ায়

কেউ নেই আর

গোপনে প্রেম দিয়ে চলে যায় আড়ালে

সে প্রেমের কারিগর…

তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু

তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু

মনেরও বাগানে শত শত ফুল

তাকে দেব বলে ভাবি

একজোড়া কপোতকে ডেকে বলি

“তোরা কি ফুল দিতে যাবি?

সে গোপনে ভালবেসে যায়

আড়ালে নিজেকে রাখতে চায়

তার প্রেমকে রেখে দিই

প্রিয় গানের সুরের বাঞ্জনায়,

আমিও আড়ালে থাকি এ মনের

আবেগ সহচর

একজনে আছে এই দুনিয়ায়

যাকে নিয়ে স্বপ্ন সাজাই

রেখেছি তাকে মনের আঙিনায়

তাকে নিয়ে ছন্দ গোছাই

For Any Karaoke Music Track Order, Please Call Us @ +8801798534540

তিনটি গোলাপ লাল হলুদ সাদা

এনে তাকে দিতে চাই,

একবার আসুক সে সামনে আমার

প্রাণ ভরে দেখতে চাই

তার জন্যেই তো সব রাখা

সে কথা জানে আমার বিধাতা,

ফুল, পাখিকে তার গল্প বলি

সে আমার অবিনাশী কবিতা

মনে পড়লেই তাকে ওঠে আবেগী

ঝড়, নিরন্তর

একজনে আছে এই দুনিয়ায়

যাকে নিয়ে স্বপ্ন সাজাই

রেখেছি তাকে মনের আঙিনায়

তাকে নিয়ে ছন্দ গোছাই

তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু

তুরুত তু রু উ রুত্তু রুত্তু রু রু

Mehr von Mohasin Reza

Alle sehenlogo

Das könnte dir gefallen

Ekjone By Habib Wahid von Mohasin Reza - Songtext & Covers