menu-iconlogo
huatong
huatong
avatar

অনেক সাধনার পরে (New Version)

Mohonhuatong
★𝑴𝑶𝑯𝑶𝑵ܔ🌎𝑾.𝑶𝒇.𝑴🎸huatong
Liedtext
Aufnahmen
১) বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে,

২) জীবনে মরণে,আধারে আলোতে

থাকবো তোমার সাথে

১) বিধাতা আমাকে তোমার জন্যে

গড়েছে আপন হাতে,

২) জীবনে মরণে,আধারে আলোতে

থাকবো তোমার সাথে

১) তুমি বুকে টেনে নাও না প্রিয়া আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি,

ভালোবাসি তোমাকে...

২) অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন

*আপলোড: মোহন

ওয়াল্ড অফ মিউজিক ফ্যামিলি

২) যাবেনা কখনও ফুরিয়ে যাবেনা,

আমার ভালোবাসা

১) তোমাকে পেয়েছি,পেয়েছি আবারো

বাঁচার নতুন আশা

২) যাবেনা কখনও ফুরিয়ে যাবে না

আমার ভালোবাসা

১) তোমাকে পেয়েছি পেয়েছি আবারো

বাঁচার নতুন আশা

২) তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি,

ভালোবাসি তোমাকে...

১) অনেক সাধনার পরে আমি

পেলাম তোমার মন

পেলাম খুজে এ ভূবনে

আমার আপনজন

২) তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে

আমি ভালোবাসি,ভালোবাসি

ভালোবাসি তোমাকে

১+২) আমি ভালোবাসি,ভালোবাসি

ভালোবাসি তোমাকে....

চয়েজ বাই মেহজাবিন

Mehr von Mohon

Alle sehenlogo

Das könnte dir gefallen