M তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
F তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
M আর কিছু জীবনে পাই বা না পাই
M বাঁধন হারা মনটা আমার
শাসন বারণ মানে না তোমারি প্রেমে
পাগল পরান আর কিছু তো জানে না
F চোখের স্বপন তুমি বুকের কাঁপন তুমি
কত আপন তুমি জানা নাই নাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
M তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
F আর কিছু জীবনে পাই বা না পাই
মিউজিক ফলো
F সারাটি জীবন ছায়ার মতন
আমারই পাশে থাকো না
বুকেরি ঘরে যতন করে
আমাকে তুমি রাখোনা
M আমার জীবন তুমি আমার মরণ তুমি
কত আপন তুমি জানা নাই নাই
তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
F তোমাকে চাই শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
M আর কিছু জীবনে পাই বা না পাই