menu-iconlogo
huatong
huatong
avatar

আকাশটা কাঁপছিলোো কেন

Momtaz Begumhuatong
michindyhuatong
Liedtext
Aufnahmen
আকাশটা কাঁপছিল কেন

জমিনটা নাচছিল কেন

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন

জমিনটা নাচছিল কেন

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আল্লাহ্ নবীর গান

পীর আউলিয়ার শান

যে বলে হারাম সেতো জ্ঞানহীন

আল্লাহ্ নবীর গান

পীর আউলিয়ার শান

যে বলে হারাম সেতো জ্ঞানহীন

না জেনে ভেদ বাতেন

হারাম তোমরা বলো কেন

না জেনে ভেদ বাতেন

হারাম তোমরা বলো কেন

এ গান শুনেছেন নবী ইয়াসিন ইয়াসিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন

জমিনটা নাচছিল কেন

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

না করে গন্ডগোল

খোল তোরা হাদিস খোল

বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন

না করে গন্ডগোল

খোল তোরা হাদিস খোল

বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন

যেদিন দ্বীনের নবী

ছেড়ে যান পৃথিবী

যেদিন দ্বীনের নবী

ছেড়ে যান পৃথিবী

ঢোল বাজাইয়া ক্ষমা চাই ঋণ চাই ঋণ

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন

জমিনটা নাচছিল কেন

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

সুরেতে দেয় আজান

সুরে পড়ে কুরআন

সুরেতে করে বয়ান ওয়াজিন

সুরেতে দেয় আজান

সুরে পড়ে কুরআন

সুরেতে করে বয়ান ওয়াজিন

কয় সরকার শাহ্ আলম

আছে গান দুই রকম

কয় সরকার শাহ্ আলম

আছে গান দুই রকম

সু গানে স্বাগতম মুমিন মুমিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন

জমিনটা নাচছিল কেন

বড়পীর ঘামছিল কেন সেইদিন সেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন যেইদিন

গান গাইছিলো খাজা যেইদিন

আকাশটা কাঁপছিল কেন

জমিনটা নাচছিল কেন

Mehr von Momtaz Begum

Alle sehenlogo

Das könnte dir gefallen