menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গুরুর গাড়িতে বউ সাজিয়ে

Moni Kishor huatong
shundrika20huatong
Liedtext
Aufnahmen
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।

আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

যা যা তোমার ভাঙ্গা গাড়িতে আমি যাবো না

কারও ঘরের ঘরণী আমি হবো না

করবো নাতো কোনো দিনও বিয়ে

হে.. যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আলতা দেবো টিকলি দেবো, দেবো সোনার চুড়ি

না না না না না না…

আরে, শহর থেকে আনবো কিনে বেনারসির শাড়ি

আরে, না না না না না…

গয়না গাটি চাইনা আমি চাইনা শারি চুড়ি

হায় হায় হায় হায় হায়…

সবি আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি

আরে, হায় হায় হায় হায় হায়…

গলবেনা মন কোনো কিছু দিয়ে

হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা

না না না না না না…

আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা

না না না না না না…

দিন দুপুরে মনের ঘরে দিও নাকো হানা

হায় হায় হায় হায় হায়…

এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা

আরে, হায় হায় হায় হায় হায় …

আরে, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

Mehr von Moni Kishor

Alle sehenlogo

Das könnte dir gefallen