চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে
চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে
তাহারে চিনি না আমি
সে আমারে চিনে..
চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে
বাহিরে চাঁন্দের আলো
ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের
সকল ও দুয়ার..
বাহিরে চাঁন্দের আলো
ঘর অন্ধকার
খুলিয়া দিয়াছি ঘরের
সকল ও দুয়ার..
তবু কেন সে আমার ঘরে আসে না
সে আমারে চিনে কিন্তু
আমি চিনি না..
চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে
সে আমারে থারে থারে
ঈশারায় কয়
এই চাঁন্দের রাইতে তোমার
হইছে গো সময়
L Music R
সে আমারে থারে থারে
ঈশারায় কয়
এই চাঁন্দের রাইতে তোমার
হইছে গো সময়
ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত
তোমার জন্য আনছিগো আজ
চান্দেরও দাওয়াত..
চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে
চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে
তাহারে চিনি না আমি
সে আমারে চিনে..
চাঁদনী পশরে কে
আমারে স্মরণ করে
কে আইসা দাঁড়াইছে গো
আমার দুয়ারে