menu-iconlogo
huatong
huatong
monir-khan--cover-image

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

Monir Khanhuatong
msdiana0365huatong
Liedtext
Aufnahmen
ক্ষত বিক্ষত করে দাও আমাকে,

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে

ক্ষত বিক্ষত করে দাও আমাকে,

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে

আঘাতের পর আঘাত করো,

শুধু ছুঁয়োনা আমার হৃদয়টাকে,

হৃদয়ে আমার অঞ্জনা থাকে

হৃদয়ে আমার অঞ্জনা থাকে।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে,

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের যেকোন সমস্যা সমাধানে

নিজের বিবেক কে প্রশ্ন করবেন

আশা করি উত্তর পেয়ে যাবেন

আজ কেনো চোখ থেকে

অঝোর ধারায় জল ঝরছে

তবে কি গো অঞ্জনা

আমাকে খুবই মনে করছে

আজ কেনো চোখ থেকে

অঝোর ধারায় জল ঝরছে

তবে কি গো অঞ্জনা

আমাকে খুবই মনে করছে

এ দুটি চোখের করোনা দাফন,

মাটি চাপা দাও আমার দেহটাকে,

দু চোখে আমার অঞ্জনা থাকে

দু চোখে আমার অঞ্জনা থাকে

ক্ষত বিক্ষত করে দাও আমাকে,

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে

স্মুলের যেকোন সমস্যা সমাধানে

নিজের বিবেক কে প্রশ্ন করবেন

আশা করি উত্তর পেয়ে যাবেন।

প্লিজ কপি করবেন না,প্লিজ

প্রয়োজনে এসএমএস করুন

অঞ্জনা ফিরে এসো

একথা এ মন কেনো বলছে

বুঝি আজ অঞ্জনা

স্মৃতির চিতায় শুধু জ্বলছে

অঞ্জনা ফিরে এসো

একথা এ মন কেনো বলছে

বুঝি আজ অঞ্জনা

স্মৃতির চিতায় শুধু জ্বলছে

মরণের পর আবারও মারো,

শুধু ছুঁয়োনা আমার এ মনটাকে,

এ মনে আমার অঞ্জনা থাকে

এ মনে আমার অঞ্জনা থাকে

ক্ষত বিক্ষত করে দাও আমাকে

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে

আঘাতের পর আঘাত করো,

শুধু ছুঁয়োনা আমার হৃদয়টাকে,

হৃদয়ে আমার অঞ্জনা থাকে

হৃদয়ে আমার অঞ্জনা থাকে।

ক্ষত বিক্ষত করে দাও আমাকে,

হৃদয়টা দিয়ে দাও অঞ্জনাকে

Mehr von Monir Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen