menu-iconlogo
huatong
huatong
monir-khan--cover-image

তোমার আগেই চলে যাবো

Monir Khanhuatong
skye.holmeshuatong
Liedtext
Aufnahmen
তোমার আগেই চলে যাবো

দাও সেই বর তুমি দাও সেই বর

সামাধীর পাশে বসে কাদবে যখন

পৃথিবী দেখবে মৃত্যু যে কতো সুন্দর

L Music R

পৃথিবী দেখবে মৃত্যু যে কতো সুন্দর

BDjibon

প্রতি দিন ফুল দিতে আসবে তুমি

আমি কি এতোটা হবো যোগ্যে

প্রতি দিন ফুল দিতে আসবে তুমি

আমি কি এতোটা হবো যোগ্য

ইর্ষায় জ্বলে পুড়ে মরবে লোকে

ইর্ষায় জ্বলে পুড়ে মরবে লোকে

বলবে মৃতের কি ভাগ্য..

আমি কি এতোটা হবো যোগ্যে

প্রাণহীন দেহ তবু শুনবো প্রিয়ার কন্ঠস্বর

পৃথিবী জানবে মৃত্যু যে কতো সুন্দর

BDjibon

পথরের চোখ দিয়ে থাকবো চেয়ে

তুমি এলে ফিরে পাবো দৃষ্ঠি

পথরের চোখ দিয়ে থাকবো চেয়ে

তুমি এলে ফিরে পাবো দৃষ্ঠি

এক দিন না এলে এই দুচোখে

এক দিন না এলে এই দুচোখে

ঝড়বে শ্রাবনও বৃষ্টি..

তুমি এলে ফিরে পাবো দৃষ্ঠি

তুমি আজ কথা দাও

ভাঙ্গবে না কোনো দিনও এই অন্তর

পৃথিবী বুঝবে মৃত্যু যে কতো সুন্দর

তোমার আগেই চলে যাবো

দাও সেই বর তুমি দাও সেই বর

সামাধীর পাশে বসে কাদবে যখন

পৃথিবী দেখবে মৃত্যু যে কতো সুন্দর

ওওওওও আআআআআ

পৃথিবী দেখবে মৃত্যু যে কতো সুন্দর

ধন্যবাদ

Mehr von Monir Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen