menu-iconlogo
huatong
huatong
avatar

Mathay Pagri Pore

Monir Khanhuatong
mobolaji.olatokunhuatong
Liedtext
Aufnahmen
শিরোনামঃ মাথায় পাগড়ী পরে

১ম পার্ট ছেলে π ২য় পার্ট মেয়ে

মর্ডান সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

একটু অপেক্ষা করুন

মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

আলতা রাঙ্গা পায়ে শোন গো মেয়ে,

অঙ্গে জড়াবে তুমি বধুর শাড়ি,

বাঁজবে সানাই,নাচবে সবাই,

বাঁজবে সানাই নাচবে সবাই

বিয়ে হয়ে যাবে রে দুজনার ই,

মাথায় পাগড়ী পড়ে বন্ধু তুমি,

বর সেজে যাবে রে আমার বাড়ি,

আলতা রাঙ্গা পায়ে এইতো আমি,

অঙ্গে জড়াব এই বধুর শাড়ী,

বাজবে সানাই,নাচবে সবাই,

বাজবে সানাই নাচবে সবাই

বিয়ে হয়ে যাবে রে দুজনার ই,

মাথায় পাগড়ী পড়ে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি..

এই গানটি নিয়ে কারো কোন মতামত থাকলে

অবশ্যই আমার ইনবক্সে জানাবেন

একটু অপেক্ষা করুন

বিয়ের পরে,বাসর ঘরে,

তুমি আমি মিলবো দু জন,

চোখে চোখে, লজ্জা মেখে,

কত কথা বলব তখন,

পৃথিবীর কোলাহল যাবে রে থেমে,

জীবনের গল্পটা সাজাবো প্রেমে,

স্বপ্নের আকাশে দেব পাড়ি,

মাথায় পাগড়ী পড়ে বন্ধু তুমি,

বর সেজে যাবে রে আমার বাড়ি..

নিত্য নতুন গান পেতে

আমাকে ফলো দিয়ে রাখুন

একটু অপেক্ষা করুন

বলে এই মন,পেলাম এখন,

আমি যেন নতুন জীবন,

হৃদয় ভরে,নতুন করে,

ভালবাসা করব গ্রহন..,

তুমি আছ এ বুকের মধ্যে খানে,

তুমি ছাড়া জীবনের নেইতো মানে,

এক মন এক প্রাণ দু'জনার ই,

এ মাথায় পাগড়ী পড়ে এইত আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

আলতা রাঙ্গা পায়ে এইত আমি,

অঙ্গে জড়াব এই বধুর শাড়ি,

বাজবে সানাই,নাচবে সবাই,

বাজবে সানাই নাচবে সবাই

বিয়ে হয়ে যাবে রে দুজনার ই

হ্যা.মাথায় পাগড়ি পড়ে এইতো আমি,

বর সেজে যাব রে তোমার বাড়ি,

(ধন্যবাদ)

Mehr von Monir Khan

Alle sehenlogo

Das könnte dir gefallen