CMF FAMILY
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা।
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
বাবুই পাখি ঘর বাধিলে হয় না
ঘরে ঠাই
ঝড় বাদলে কাটাইরে সেই
ঘরের দরজায়।
পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক
পথেই ঠিকানা।
বাবুই পাখি ঘর বাধিলে হয় না
ঘরে ঠাই
ঝড় বাদলে কাটাইরে সেই
ঘরের দরজায়।
পারে না সে ছাড়তে মায়া
ছাড়ে না ঠিকানা
আমি হলাম পথের পথিক
পথেই ঠিকানা
সময় সুযোগ পেলে মানুষ
শুধুই বদলে যায় শুধুই বদলে যায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
স্বার্থ ছাড়া হয় না কেহ
কারোই আপন জন
সুখে থেকো ভালো থেকো
করবো না বারণ।
মন পিঞ্জরে কষ্ট জমা
সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক
সবাই আমার চেনা।
স্বার্থ ছাড়া হয় না কেহ
কারোই আপন জন
সুখে থেকো ভালো থেকো
করবো না বারণ।
মন পিঞ্জরেই কষ্ট জমা
সবাইকে বলতে মানা
আমি হলাম পথের পথিক
সবাই আমার চেনা।
কারনে অকারনে মানুষ
সহজে বদলায় সহজে বদলায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।
MR_RAFI চন্দ্রমহল ফ্যামিলি
চাইলে তারে যায় না ভুলা
বুকের ভিতর কষ্টের মেলা
আপন মানুষ সবচেয়ে বেশি
আপনকে কাঁদায় আপনকে কাঁদায়।
MR_RAFI চন্দ্রমহল ফ্যামিলি
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়
আপন মানুষ চিনা বড়ই দায়রে
আপন মানুষ বুঝা বড়ই দায়।