menu-iconlogo
huatong
huatong
murad-bibagi-eka-chilam-chilam-valo-cover-image

Eka Chilam Chilam Valo

Murad Bibagihuatong
mrsthing04huatong
Liedtext
Aufnahmen
একা ছিলাম,ছিলাম ভালো,ছিল না তো জ্বালা ..

একা ছিলাম,ছিলাম ভালো,ছিল না তো জ্বালা

তোমার সাথে প্রেম করিয়া-অন্তর হইলো কালা।

একা ছিলাম,ছিলাম ভালো,ছিল না তো জ্বালা

তোমার সাথে প্রেম করিয়া-অন্তর হইলো কালা।

ভোলা মন - কার দেখা পাইয়া,গেলা আমায় ভুলিয়া।

তুমি - কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া..

বুঝি না কেন নিষ্ঠুর হলে...

ভাষাইয়া আমার চোখের জলে,বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

ভাষাইয়া আমার চোখের জলে,বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে

ভুলিবেলা মোরে বন্ধু এ জীবন গেলে

নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে

ভুলিবেলা মোরে বন্ধু এ জীবন গেলে

ভোলা মন - কার দেখা পাইয়া,গেলা আমায় ভুলিয়া।

তুমি - কার দেখা পাইয়া, গেলা আমায় ভুলিয়া..

ভাষাইয়া আমার চোখের জলে,বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

ভাষাইয়া আমার চোখের জলে,বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

আগে যদি জানতাম আমি হইবা তুমি নিঠুর

ছাড়িতাম না এই জীবনে হইতাম আমি কঠোর

আগে যদি জানতাম আমি হইবা তুমি নিঠুর

ছাড়িতাম না এই জীবনে হইতাম আমি কঠোর

আমি কোনখানে যাব গালে তোমারে পাব আমি

কনখানে যাব গেলে তোমারে পাব

বুঝি না কেন নিষ্ঠুর হলে..

ভাষাইয়া আমার চোখের জলে,বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

ভাষাইয়া আমার চোখের জলে,বন্ধুরে..ভাষাইয়া আমার চোখের জলে।

Mehr von Murad Bibagi

Alle sehenlogo

Das könnte dir gefallen