menu-iconlogo
huatong
huatong
Liedtext
Aufnahmen
কেউ হতে চায় ডাক্তার,

কেউ বা ইঞ্জিনিয়ার,

কেউ হতে চায় ব্যবসায়ী

কেউ বা ব্যারিস্টার,

কেউ চায় বেচতে রূপোয়

রূপের বাহার চুলের ফ্যাশান

কেউ চায় বেচতে রূপোয়

রূপের বাহার চুলের ফ্যাশান

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন

কেউ হতে চায় ডাক্তার,

কেউ বা ইঞ্জিনিয়ার,

কেউ হতে চায় ব্যবসায়ী

কেউ বা ব্যারিস্টার,

কেউ চায় বেচতে রূপোয়

রূপের বাহার চুলের ফ্যাশান

কেউ চায় বেচতে রূপোয়

রূপের বাহার চুলের ফ্যাশান

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন

ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে,

পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।

ডাক্তার ভুলছে শপথ, ঘুশ খায় ইঞ্জিনিয়ার,

আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার।

যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম,

ফেলে দাও শ্রোতের মুখে,

আদর্শ বিবেক ও প্রেম

যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম,

ফেলে দাও শ্রোতের মুখে,

আদর্শ বিবেক ও প্রেম

এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান

এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান

আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন

আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন

বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।

সতভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ভোলানো।

সতভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো।

শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ।

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,

ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে

এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে,

ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে

শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান

শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান

তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন

তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন

কেউ হতে চায় ডাক্তার,

কেউ বা ইঞ্জিনিয়ার,

কেউ হতে চায় ব্যবসায়ী,

কেউ বা ব্যারিস্টার,

কেউ চায় বেচতে রূপোয়,

রূপের বাহার চুলের ফ্যাশান।

কেউ চায় বেচতে রূপোয়,

রূপের বাহার চুলের ফ্যাশান।

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।

আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন।

আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন।

তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন।

Mehr von Nachiketa Chakraborty

Alle sehenlogo

Das könnte dir gefallen