menu-iconlogo
huatong
huatong
nadeem-shravanabhijeetalka-yagnik-dekhechi-prothom-bar-cover-image

Dekhechi Prothom bar

Nadeem-Shravan/Abhijeet/Alka Yagnikhuatong
Rifat_Sultan_Princehuatong
Liedtext
Aufnahmen
(F)দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

তুমি যে খুলে দিলে, বন্দ এই মনের দোয়ার

(M)কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

(M)স্বপনে সাজাবো, তোমায় মনে বসাবো

তুমি আমার না হলে, আমি প্রান যে হারাবো

(F)স্বপনে সাজাবো, তোমায় মনে বসাবো

তুমি আমার না হলে, আমি প্রান যে হারাবো

(M)তুমি মোর আকাশে, তুমি মোর বাতাসে

তুমি যে প্রেম ডেউ, আমার সাগর কিনারায়

(F)দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

(M)আছে যা আমার, দেবো তোমায় উপহার

তুমি তাকে না নিলে, বলো কে আছে নেবার

(F)আছে যা আমার, দেবো তোমায় উপহার

তুমি তাকে না নিলে, বলো কে আছে নেবার

(M)তুমি মোর আশাতে, এ বুকের ভাষাতে

তুমি যে অনুরাগ, আমার স্বাধের কবিতা

দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

(F)দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

(M)তুমি যে খুলে দিলে, বন্দ এই মনের দোয়ার

কত দিন আশায় ছিলাম, তুমি যে হবে আমার

দেখেছি প্রথম বার, দু চোখে প্রেমের জোয়ার

Mehr von Nadeem-Shravan/Abhijeet/Alka Yagnik

Alle sehenlogo

Das könnte dir gefallen