menu-iconlogo
huatong
huatong
avatar

Prano Sokhi Re

Nadia hawasyihuatong
💎🔥D🔥E🔥B🔥💎huatong
Liedtext
Aufnahmen
( শুধুমাত্র TONE গুলো গাইবেন। )

TONE - প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

(CORUS - প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে )

TONE - বংশী বাজায় কে রে সখী

বংশী বাজায় কে..

(CORUS – বংশী বাজায় কে রে সখী

বংশী বাজায় কে..)

TONE - আমার মাথার বেণী বদল দেব

তারে আইনা দে

(CORUS - আমার মাথার বেণী বদল দেব

তারে আইনা দে )

TONE - আমার মাথার বেণী বদল দেব

তারে আইনা দে…..

প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

(CORUS + TONE - প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে )

(CORUS )

TONE - যে পথ দিয়ে বাজায় বাঁশি

যে পথ দিয়ে যায়

সোনার নূপুর পরে পায়…

যে পথ দিয়ে বাজায় বাঁশি

যে পথ দিয়ে যায়

সোনার নূপুর পরে পায়…

আমার নাকের বেসর তুইলা দেবো

সেইনা পথের গায়

(CORUS - আমার গলার হার ছড়িয়ে দেবো

সেইনা পথের গায় )

TONE - যদি হার জড়িয়ে পরে পায়

প্রাণ সখী রে…

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

(CORUS + TONE প্রাণ সখী রে

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে )

( CORUS )

TONE - যার বাঁশি এমন সে বা কেমন

জানিস যদি বল

সখি করিস না কো ছল

আমার মন বড় চঞ্চল…

আমার প্রান বলে তার বাঁশী জানে

আমার চোখের জল

(CORUS - আমার প্রান বলে তার বাঁশী জানে

আমার চোখের জল )

TONE - আমার মন বলে তার বাঁশী জানে

আমার চোখের জল…

প্রাণ সখী রে

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

(CORUS - প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে )

TONE - তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়

বাঁশী কতই কথা কয়..

তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয়

বাঁশী কতই কথা কয়..

নাম ধরিয়া বাজায় বাঁশী

রহনও না যায়

ঘরে রহনও না যায়

(CORUS - নাম ধরিয়া বাজায় বাঁশী

রহনও না যায় )

TONE - নাম ধরিয়া বাজায় বাঁশী

রহনও না যায়…

প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে

প্রাণ সখী রে..

ওই শোন কদম্বতলে বংশী বাজায় কে )

Mehr von Nadia hawasyi

Alle sehenlogo

Das könnte dir gefallen