menu-iconlogo
huatong
huatong
avatar

আমার তো আর আপন কেহ নাই

Nasirhuatong
nickelhayzhuatong
Liedtext
Aufnahmen
কন্ঠশিল্পী নাসির

আপলোড মনির ইফতি

চয়েস শিশির আহ্মেদ

তোমার আমার স্বপ্ন গ্রুপ

আমার তো আর আপন কেহ নাই.. রে...

আমার তো আর আপন কেহ নাই..

আমার তো আর আপন কেহ নাই.. রে...

আমার তো আর আপন কেহ নাই..

যারে রাখি ধরে এই অন্তরে.

রাখছি ধরে এই অন্তরে ...

সে তো চলে যায় রে...

আমার তো আর আপন কেহ নাই রে...

আমার তোমার আপন কেহ নাই

আপলোড মনির ইফতি

চয়েস শিশির আহ্মেদ

তোমার আমার স্বপ্ন গ্রুপ

কপাল পোড়া দুঃখী আমি সবই হারালাম

বুঝিনি তো হবে শেষে এই পরিনাম..

হো,কপাল পোড়া দুঃখী আমি সবই হারালাম

বুঝিনি তো হবে শেষে এই পরিনাম..

নীড় হারা পাখির মত,

নীড় হারা পাখির মত

হোলাম নিরুপায় রে....

আমার তো আর আপন কেহ নাই.. রে...

আমার তো আর আপন কেহ নাই..

আপলোড মনির ইফতি

চয়েস শিশির আহ্মেদ

তোমার আমার স্বপ্ন গ্রুপ

এতটা পাষানী তুমি হলে কি করে..

ব্যথা দিলে কেন বল দুহাতে ভোরে..

হো,এতটা পাষানী তুমি হলে কি করে..

ব্যথা দিলে কেন বল দুহাতে ভোরে..

কুল ভাঙ্গা নদীর মত..

কুল ভাঙ্গা নদীর মত..

হলাম অসহায় রে.....

আমার তো আর আপন কেহ নাই.. রে...

আমার তো আর আপন কেহ নাই..

যারে রাখছি ধরে এই অন্তরে.

রাখছি ধরে এই অন্তরে ...

সে তো চলে যায় রে...

আমার তো আর আপন কেহ নাই রে...

আমার তোমার আপন কেহ নাই...

ধন্যবাদান্তে মনির ইফতি

Mehr von Nasir

Alle sehenlogo

Das könnte dir gefallen