menu-iconlogo
huatong
huatong
nazrul-islam-borosha-oi-elo-borosha-cover-image

Borosha oi elo borosha

Nazrul Islamhuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
Liedtext
Aufnahmen
আ......

আ....

আ....

আ....

বরষা ঐ

এলো বরষা

বরষা ঐ

এলো বরষা

অঝর ধারায় জল

ঝরঝরি’ অবিরল

অঝর ধারায় জল

ঝরঝরি’ অবিরল

ধূসর নীরস ধরা হলো সরসা॥

বরষা ঐ

এলো বরষা

ঘন দেয়া দমকে

দামিনী চমকে

ঝঞ্চার ঝাঁঝর

ঝমঝম ঝমকে

ঘন দেয়া দমকে

দামিনী চমকে

ঘন দেয়া দমকে

দামিনী চমকে

ঘন দেয়া দমকে

দামিনী চমকে

ঝঞ্চার ঝাঁঝর

ঝমঝম ঝমকে

ঝঞ্চার ঝাঁঝর

ঝমঝম ঝমকে

মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে

মনে পড়ে সুদূর মোর প্রিয়তমকে

মরাল মরালীরে হেরি সহসা॥

বরষা ঐ

এলো বরষা

বরষা ঐ

এলো বরষা

অঝর ধারায় জল

ঝরঝরি’ অবিরল

অঝর ধারায় জল

ঝরঝরি’ অবিরল

ধূসর নীরস ধরা হলো সরসা॥

বরষা ঐ

এলো বরষা

বরষা ঐ

এলো বরষা

বরষা ঐ

বরষা ঐ

বরষা ঐ এলো বরষা

Mehr von Nazrul Islam

Alle sehenlogo

Das könnte dir gefallen