menu-iconlogo
huatong
huatong
nemesis-obocheton-cover-image

Obocheton

Nemesishuatong
portis21huatong
Liedtext
Aufnahmen
বিনিদ্র প্রহর

আমি হতাশায়

যাচ্ছি একা

কোন অজানায়

পেছনে

ফেলে সব স্মৃতিগুলো

আমি অজানায়

ভাবনাগুলো

আজ মায়াময়

কল্পনাতেই যেন থমকে রয়

চেতনা মোর বিষণ্ণতায়

একাকী যেন কষ্ট পায়

আঁধারে যেন অশরীরি

হাত বাড়িয়ে ডাকে আমায়

ছুটেছি আজ আমি অজানায়

কল্পনাটা যেন থমকে রয়

ছুটেছি...

কল্পনা আর বাস্তবতা

মিলে মিশে একাকার

অনুভূতি প্রতিনিয়ত

নতুন কোন আবিষ্কার

সময় যেন বিষণ্ণতায়

অস্থির আজ কার গতি

সুখ দুঃখ একই সাথে

মিশ্র এক অনুভূতি

তবুও আঁধার

রাখে ঘিরে এই আমায়

ছুটেছি আমি

পথের শেষ কোথায়

চারিদিক শব্দহীন

অনন্ত অসীম

উজ্জ্বল আঁধারের মাঝে

কায়াহীন

কল্পনা আর বাস্তবতা

মিলে মিশে একাকার

অনুভূতি প্রতিনিয়ত

নতুন কোন আবিষ্কার

সময় যেন বিষণ্ণতায়

অস্থির আজ তার গতি

সুখ দুঃখ একই সাথে

মিশ্র এক অনুভূতি...

Mehr von Nemesis

Alle sehenlogo

Das könnte dir gefallen