menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Sonar Moyna Pakhi আমার সোনার ময়না পাখি

Nina Hamidhuatong
pgeddamhuatong
Liedtext
Aufnahmen

আমার সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে........

দিয়া মোরে ফাঁকিরে আমার

সোনার ময়না পাখি

সোনা বরন পাখিরে আমার

কাজল বরন আঁখি

দিবা নিশী মনও চায়ও রে..........

বাইন্ধ্যা তরে রাখিরে আমার

সোনার ময়না পাখি

দেহ দিছি প্রানও রে দিছি

আর নাই কিছু বাকী

সজন ফুলের বসন দিয়া রে.........

অঙ্গে দিছি মাখিরে আমার

সোনার ময়না পাখি

যাইবা যদি নিঠুর ও পাখি

ভাসাইয়া মোর আঁখি

এ জীবন ও যাবার কালেরে............

পাখি রে....................

ও পাখি রে................

এ জীবন ও যাবার কালেরে

একবার যেন দেখিরে আমার

সোনার ময়না পাখি

কোন দেশেতে গেলা উইড়া রে......

দিয়া মোরে ফাঁকিরে আমার

সোনার ময়না পাখি

ধন্যবাদ সবাইকে

Mehr von Nina Hamid

Alle sehenlogo

Das könnte dir gefallen