ও মা,ও মা
এসেছে এসেছে মা এসেছে..
পুজোর এই গন্ধ নিয়ে নতুন ছন্দ নিয়ে
এসেছে এসেছে মা এসেছে
সবাই ঢাকের তালে
নাচবো দুঃখ ভুলে
বছর পরে মা এসেছে..
হবে নতুন জামা-কাপড়
কাটবে রাত থেকে ভোর
পুজো-পারে লাইন দেয়ার ভিড়
ভালোবাসার হাত-টা ধরে
চোখে চোখ এক নজরে
পুজো প্রেম জমে ওঠেই ক্ষীর
পুজোর এই কটা দিন আমরা সবাই স্বাধীন
জাত-পাট নির্বিশেষে এক
প্রবাসী বন্ধু আমার আসছে নিজের পাড়ায়
পুজো এবার জমে যাবে দেখ
এসেছে এসেছে মা এসেছে।
বলো দূর্গা মাইকী, জয়
মা গো সপ্তমীতে তোমার রূপের স্রোতে
প্রেমের ময় ছড়ায়
অষ্টমীর অঞ্জলি তে শাড়ী আর পাঞ্জাবি তে
ভুরি-ভোজে দিন কেটে যায়
নবমী আসলে পরে মনটা কেমন করে
ভোগের প্রসাদ বিলায়
এপার বাংলা থেকে ওপর বাংলাদেশে
দশমীর অপেক্ষায়।
দশমীতে বিদায়, যখন মা চলে যায়
আমাদের কে কাঁদায়,
ব্যেথায় বুক ভোরে যায়
নিয়ে আসার আলো, খোলে মনে দোর
মা তুমি থেকো ভালো,
এসো বছর বছর
আসবে মা ফিরে আসবে
এক বছর পর ফিরে আসবে (x3)
বলো দূর্গা মাইকী, জয় ..