menu-iconlogo
huatong
huatong
odd-signature-ghum-cover-image

Ghum

Odd Signaturehuatong
62182815102huatong
Liedtext
Aufnahmen
খোলা চোখখানা করো বন্ধ

বাতাসের ঠাণ্ডা গন্ধ

বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে

আসো ছোট্ট একটা গান করি

যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে বসে

হাতখানা দিবে কপাল ভরে

ভয় নেই, আছি আমি পাশে

হাতখানা ধরে আছি হেসে

কোলেতে আমার মাথা তোমার

অন্ধকার রাত, নিশ্চুপ সব

জোনাকির দল আজও জেগে আছে

তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের

হাতে রেখে হাত দেখে ঘড়ি

বসে অপেক্ষা করি

কবে হবে কাল, ফুটবে সকাল

আয়, ঘুম চুম্বন দে তার সারা কপালে

যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়

আয়, চাঁদমামা কাছে আয়

যাতে অন্ধকার না হয়

আলোমাখা কপালেতে টিপ টা দে

যাতে কিছু আলোকিত হয়

সে যাতে ভয় না পায়

Mehr von Odd Signature

Alle sehenlogo

Das könnte dir gefallen