menu-iconlogo
huatong
huatong
avatar

আন্ধার পুরির মানুষ আমি

Pagol Hasanhuatong
sjomeehuatong
Liedtext
Aufnahmen
ওরে আন্ধার পুরীর মানুষ আমি,,,,,,

ওরে আন্ধার পুরীর মানুষ আমি আর,,,

আন্ধার ঘরের বাসিন্দা,,,

ও আল্লাহ,, ও আল্লাহ,,,

আমি এ,,,ক,,,,

আমি এক,,পাপিষ্ঠ বান্দা

আন্ধার পুরীর মানুষ আমি,,,,,,

আন্ধার পুরীর মানুষ আমি,,

আর,আন্ধার ঘরের বাসিন্দা,,,,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

রুহুটারে কব্জা কইরা,,,

আজরাইলে এ নিবো ধইরা,,

রুহুটারে কব্জা কইরা,,,

আজরাইলে এ নিবো ধইরা,,

শুন্য কায়া রইবো পইরা,,,,

আমার,শুন্য কায়া রইবো পইরা,,,,

কে শুনবে কার কান্দা গো,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

আন্ধার ঘরের রাস্তা সোজা,,

ঘাড়ে লইয়া পারের বোঝা,,

আন্ধার ঘরের রাস্তা সোজা,,

ঘাড়ে লইয়া পারের বোঝা,,

আল্লাহর রাসূল মুর্শিদ ভজা,,

আমার,আল্লাহর রাসূল মুর্শিদ ভজা,,

এই,পাগল মনের ধান্দা গোল,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

তোমার লীলা তোমার খেলা,,

বোঝেনা মোর মন পাগলা,,

তোমার লীলা তোমার খেলা,,

বোঝেনা মোর মন পাগলা,,

পাগল হাসানের যায় বেলা,,

এই,পাগল হাসানের যায় বেলা,,

সইয়া নিন্দুকের নিন্দা গো,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,

ও আল্লাহ,,ও আল্লাহ,,আমি এক,,

আমি এক পাপিষ্ঠ বান্দা,,,,,,,,,

Mehr von Pagol Hasan

Alle sehenlogo

Das könnte dir gefallen