menu-iconlogo
huatong
huatong
palash-sen-kolo-kolo-chholo-chholo-cover-image

Kolo Kolo Chholo Chholo

Palash Senhuatong
khursheed050huatong
Liedtext
Aufnahmen
কলকল, ছলছল, নদী করে টলমল

ঢেউ ভাঙে ঝড়-তুফানেতে..

নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে..

কলকল, ছলছল, নদী করে টলমল

ঢেউ ভাঙে ঝড়-তুফানেতে..

নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে..

তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে..

ওরে গগনে গগনে হুংকারিয়া ছুটে মেঘ

শনশন বায়ু বহে চৌদিকে……..

ওরে গগনে গগনে হুংকারিয়া ছুটে মেঘ

শনশন বায়ু বহে চৌদিকে…..

মাঝি, নিমেষে গুটাইয়ো পাল, সামলে ধরিয়ো হাল…

নিমেষে গুটাইয়ো পাল, সামলে ধরিয়ো হাল

ধীরে ধীরে দিও পাড়ি বৈঠাতে

নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

কলকল,ছলছল,নদী করে টলমল

ঢেউ ভাঙ্গে ঝড় তুফানে তে..

নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে…

বদর বদর বলি, কিনারে কিনারে চলি

ভাটি গাঙে ভাটিয়ালি গাইয়ো..

থাকলে জোয়ারে দেরি, লগি মাইরো তড়াতড়ি

বেলাবেলি ঘাটে ফিরা আইয়ো

বদর বদর গলি, কিনারে কিনারে চলি

ভাটি গাঙে ভাটিয়ালি গাইয়ো…

থাকলে জোয়ারে দেরি, লগি মাইরো তড়াতড়ি

বেলাবেলি ঘাটে ফিরা আইয়ো

থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে

দুরুদুরু কাঁপে হিয়া নৈরাশে..

থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে

দুরুদুরু কাঁপে হিয়া নৈরাশে…

মোরে কূলে রাইখা বারবার না যাইয়ো গাঙেতে আর…

কূলে রাইখা বারবার না যাইয়ো গাঙেতে আর

সাথে সাথে নিও তুলে নৌকাতে

নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

কলকল, ছলছল, নদী করে টলমল

ঢেউ ভাঙে ঝড়-তুফানেতে

নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

তুমি নাও বাইয়ো না মাঝি বিষম দইরাতে

Mehr von Palash Sen

Alle sehenlogo

Das könnte dir gefallen