menu-iconlogo
huatong
huatong
partha-baruashawnel-tomar-jonno-aronno-cover-image

Tomar Jonno Aronno

Partha Barua/Shawnelhuatong
Shâwnel🔖huatong
Liedtext
Aufnahmen
তোমার জন্য অরণ্য

সোলস

গায়কঃ পার্থ বড়ুয়া

এ্যালবামঃ ঝুটঝামেলা

শওনেল

আইডিঃ ৬২১৫৫৫৭৩৯৭০

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

তোমার জন্য আকাশের ঠাই

নীল জলে আঁকা সমুদ্র

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

শওনেল

আইডিঃ ৬২১৫৫৫৭৩৯৭০

তোমার জন্য নীল খামে

কবিতার বই ছেঁড়া পাতা

তোমার জন্য নীল খামে

কবিতার বই ছেঁড়া পাতা

তোমার জন্য সারারাত জেগে

নিজের সাথে কত কথা

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

শওনেল

আইডিঃ ৬২১৫৫৫৭৩৯৭০

তোমার জন্য এই প্রাণে

অচেনা গানের সুর

তোমার জন্য এই প্রাণে

অচেনা গানের সুর

তোমার জন্য আলোয় ভরে যায়

আমার এই হৃদয়কূল

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

তোমার জন্য আকাশের ঠাই

নীল জলে আঁকা সমুদ্র

তোমার জন্য অরণ্য

তোমার জন্য রৌদ্র মেখে

গাঙ্গচীল ডানা মেলে দেয়

Mehr von Partha Barua/Shawnel

Alle sehenlogo

Das könnte dir gefallen